গুপ্ত সংকেত: নক্ষত্র যন্ত্র — এক গোপন ষড়যন্ত্রের উন্মোচন
আয়ান নামের এক তরুণ হ্যাকার খুঁজে পায় তার বাবার রেখে যাওয়া রহস্যময় ফাইল, যার মধ্যে রয়েছে 'নক্ষত্র যন্ত্র' নামক প্রাচীন প্রযুক্তির ব্লুপ্রিন্ট এবং 'প্রজেক্ট কসমস'-এর অজানা তথ্য — এমন এক প্রযুক্তি, যা দিয়ে মহাবিশ্বের সময় এবং স্থানকে নিয়ন্ত্রণ করা যায়!
যদি এই প্রযুক্তিটি ভুল হাতে পড়ে, তা মানবজাতির ধ্বংস ডেকে আনতে পারে। আর এই ক্ষমতার পেছনে রয়েছে 'গার্ডিয়ানস অফ নলেজ' বা ইলুমিনাতির মতো গোপন সংস্থা, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বকে অদৃশ্যভাবে শাসন করে আসছে।
আয়ান এবং তার সাথীদের — অর্ক (সাংবাদিক), রিনা সরকার (প্রফেসর কেএসআরের সাথী), মায়া সেন (নক্ষত্র যন্ত্রের শেষ উত্তরসূরি) এবং সুরেশ বর্মা (প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা) — হাতে পড়ে মানবজাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার দায়িত্ব।
মঠের গভীরে থাকা গোপন সুড়ঙ্গ, খনিতে থাকা ইলুমিনাতির গোপন গবেষণাগার এবং 'নক্ষত্র যন্ত্র'-কে সক্রিয় করার চূড়ান্ত মুহূর্তে তারা লড়াই করে অন্ধকারের বিরুদ্ধে। আত্মত্যাগ আর সাহসের মাধ্যমে তারা ধ্বংস করে অশুভ চক্র এবং বিশ্বকে ফিরিয়ে দেয় শান্তির পথে।
Share This eBook: